"বল্লার চাকে ঢিল"
চিশতী রাজু আহমেদ ।
গেছে রাতে মারছি ছুড়ে বল্লার চাকে ঢিল
জুটেনি তাই খাবার পেটে লাগছে ক্ষুধায় খিল ।
জ্বলছে না আজ হাড়ির চুলো
ঘরের শুকনো খাবারগুলো
করছি সবই সাবার ।
আসছে কালও ঝুলবে মুলো
যাচ্ছে মিলে লক্ষণগুলো
আসবে ঝড় ঐ আবার ।
নেই'কো হাসি বউয়ের ঠোঁটে
কথায় কথায় ফুঁসে ওঠে
মুখটা বাংলা পাঁচ !
দোষটা ছোটো নয়কো মোটে
সাধে কী বউ উঠছে চোটে ?
বলেছি যে, পানসে রান্না শাওড়ি আম্মার ধাঁচ ।
চেয়ে দেখি একি ওমা !
হঠাৎ যেন ফাটলো বোমা !
থালা-বাটি মাড়ছে ছুড়ে কাঁদছে ফিকে ভাই !
মুখেই আমার নেইকো রুচি
রান্না যতই হোকনা শুচি
খুঁত ধরাটাই স্বভাব আমার বলছে যাচ্ছে তাই ।
জামাইতো নয় আস্ত চামার
সে দেখেই ভাত খাচ্ছে আমার
কেউ কোনদিন খুঁত ধরেনি মায়ের রান্না তার
লেশটিমাত্র নেইকো থামার
ফেলবে ছিঁড়ে কলার জামার
ছাইড়া দে না বল্লার চাকে ঢিল দেবোনা আর ।।