দ্যাশ তো স্বাধীন হইল বাজান
এহনও তো মুক্তি আইলো না!
মুক্তি আসার কোনো নমুনাও দেহি না!
হুদাই জীবনটা দিয়া গেলি বাপ!
খালি প্যাটেই চইলা গেলি মিছিলে
এক গেলাস দুধটুকুও খাইলি না!
দুধের গেলাসে যহন-ই পড়ে চোখ
ছ্যাৎ কইরা ওঠে বুকের মইধ্যে!
দ্যাশ মাকে বাঁচাতে নিজ মাকে মারলি
খিদার আগুনে আজ পুইড়া গেছে শোক!
রোগ-শোকের আগুন তাও সওয়া যায়
প্যাটের আগুন বল কি দিয়া নিভামু?
সরকার বদলায়া লাভ হইল কী
জনগণ যদি অভাবেই মরে!
হাসমু না কানমু কিচ্ছু বুঝি না
ডিম,দুধ দূরে থাক মূলাও এখন বড়লোকি সবজি!
ওসব রাজনীতি টাজনীতি বুঝি না
দিবস ফিবসে কিচ্ছু আসে যায় না,
সবচাইতে ভালা বিষ খাইয়া মইরা যাই
বিষের দাম'টা অন্তত কমান।