পিপীলিকার গজিয়েছে পাখা
হয়তোবা এসেছে তার অন্তিম সময়!
গোটা পৃথিবী বুঝে গেছে আজ
বিষবৃক্ষই তোমাদের পরিচয়,মানুষ কখনোই নয়!
হে হিংস্র দানবীয় বিষবৃক্ষের দল
ফুলগুলো ওভাবে আর বিনষ্ট করো না,
ধ্বংস করো না সাজানো বাগান
দোহাই বন্ধ করো এই রক্ত-উৎসব!
বাতাসে এখন আর স্নিগ্ধতা নেই!
মানুষ পোড়া গন্ধই আসে শুধু ভেসে !
সামনে আসছে তেড়ে অচিন্তনীয় আকাল
আবাদি জমিগুলো শ্মশান আর গোরস্থান!
যে রক্তের দাগ দিলে মেখে শতাব্দীর গায়
কোনো কালেও আর কি মুছবে গো তা?
পরজনমেও কেউ পারবে না ভুলতে-
তোমাদের নৃশংসতার ইতিহাস!
হে বিশ্ব-বিবেক,ফুলগুলো ওভাবে আর ঝরে
দিতে দিয় না,দিতে পারি না
খেলনা পুতুল বুকে স্নেহময়ী বিমূঢ় হেসে বলে-
প্রস্তুত করছি তোকেও,শাহাদাতের পেয়ালা তুইও কর পান!
পূর্বপুরুষের ছোট্ট ভুল আজ অস্তিত্বে দিয়েছে টান-
বাড়ির আঙিনায় রোপিত চারাগাছ!
কে জানত!পূর্বসূরীদের রোপিত চারাগাছ-
বিষবৃক্ষ হয়ে উঠবে একদা?
রক্তে জ্বলছে আগুন,এটাই শেষ সতর্ক সংকেত
অনেক হয়েছে এখন থাম।
নয়তো মূলোৎপাটন করে দেবো এক্কেবারে
হুমকি-ধামকি নয়,প্রতিজ্ঞা করেছি এবার।।