বীরদর্পে এগিয়ে চলো
বৃথা ভয়টা নাশে,
বিজয় হাসি হাসবে তুমি
আছেন প্রভু পাশে ।
পারবে তুমি পারতে হবে
হারবে কেন আজ ?
লেজ গুটিয়ে পালিয়ে যাবে
করবে নাকো লাজ ?
জাগতে হবে সাহস করে
খুলতে হবে দোর,
হাতছানিতে ডাকছে দেখো
নতুন শিশু ভোর ।
দিবসটা যে তাকিয়ে আছে
নাশবে কালো জরা,
মুক্তি পাবে আঁধার হতে
হাসবে সুখে ধরা ।
আজ দিনটা শুধু তোমার
অটল থেকো ভাবে,
যেমন হবে ভাবনা খানি
তেমনই ফল পাবে ।