আকাশ-বাতাস, গ্রহ - তারা থাকবে সব'ই সাথে
নিজেকে তাও ভাববে একা? ঘুম না আসা রাতে।
নতুন করে জীবনটা ভাই সাজিয়ে নাও আবার
যাকগে চলে কী যায় আসে,ছিলো যে জন যাবার।
প্রেমের জন্য বলির -পাঁঠা হলেই না হয় তুমি
সব প্রেমেই কি বাজে সানাই মিলন-সুখটা চুমি ?
ভেবো না এই প্রেম'টা ছিলো সোনার ডিমের হাঁস
খেয়ে গেলো তা জংলি শিয়াল দিয়ে গেলো যে বাঁশ !
সফল হবার মন্ত্র থাকে ব্যর্থ শব্দের মাঝে
ভালোবাসার স্মারক-স্বরূপ রেখে গেলাম তা যে।
এসো না প্রেম ভিক্ষা চাইতে সামনে কভু আর
গিফট বক্সে - এই ছিল তার বিদায় উপহার !!