মুক্তির আনন্দ মুক্তির ঘ্রাণ
যার তরে ঝরে গেলো লাখো তাজা প্রাণ।
এক নদী রক্তে স্নান করে শেষে
বাংলার আকাশে উঠিলো হেসে -
স্বাধীনতার সোনালী সূর্য ,'একাত্তরের মান
স্বাধীনতা,স্বাধীনতা,বাঙালির বীরত্বের অবদান।
পরাধীনতার শৃঙ্খল ভেঙে
মাথা উঁচু করে দাঁড়িয়ে ,
সাহসের চেয়ে আর, নেই বড় হাতিয়ার
দেখালো পাক-হানাদের তাড়িয়ে।
কারো করুণাতে নয়, বাঙালির হলো জয়
দেশের প্রতি খুব ছিলো বলে টান।
স্বাধীনতা,স্বাধীনতা,বাঙালির বীরত্বের অবদান।
মুক্ত বাতাসে শ্বাস নেই প্রতিদিন
এর চেয়ে নেই কোনো সুখ ,
বীরের জাতি, বীরের নাতি
এ পরিচয়ে যাই ভুলে দুখ ।
একাত্তরের মতো করে আগামীতেও যাবো লড়ে
চেতনাটা বুক থেকে হবে নাকো ম্লান ।
স্বাধীনতা,স্বাধীনতা,বাঙালির বীরত্বের অবদান।
বিজয়-স্মৃতি বুকে নিয়ে উড়ে
লাল-সবুজের নিশান,
নতুন স্বপন, দু'চোখে করে বপন -
সোনার ফসল ফলায় কিশান্ ।
দেশটাকে ভালোবেসে মিলেমিশে সবে হেসে
গাহি আজ বিজয়ের গান ।
স্বাধীনতা,স্বাধীনতা,বাঙালির বীরত্বের অবদান।