এক ফাগুনে ধরলে হাত
ফের ফাগুনেই করলে আঘাত!
সেই যে শুরু ফাগুন-ভয়
বিরহী বর্ষা দেখেও নয়!
বরষা সেই যে ছুঁয়েছে চোখ!
ভুলিয়ে দিতে ফাগুন-শোক!
ফাগুন,ফাগুন,ফাগুন,ফাগুন
এই ফাগুন কারো স্বপ্ন-আশ,
ফাগুন,ফাগুন,ফাগুন,ফাগুন
এই ফাগুনেই আমার সর্বনাশ!!
এক ফাগুনে দিলে ফুল
পর ফাগুনেই বুঝলে ভুল!
ফুল দেখে হয় আজ যত ভয়
শূল দেখেও ঠিক তত নয়।
শূলের খোঁচায় হয় রক্তক্ষরণ
আর ফুলের আঘাতেই পুড়ছে মন!
ফাগুন,ফাগুন,ফাগুন,ফাগুন
এই ফাগুন কারো সুখের রেশ,
ফাগুন,ফাগুন,ফাগুন,ফাগুন
এই ফাগুনেই আমার জীবন শেষ!!
এক ফাগুনে বাঁধলে ঘর
ফের ফাগুনেই-করলে পর!
ঘর দেখে হয় আজ যত ডর
দেখেও নয় কালবৈশাখী ঝর!
সেই যে বুকে উঠলো ঝর
জীবন হলো যাযাবর।
ফাগুন,ফাগুন,ফাগুন,ফাগুন
এই ফাগুন কারো ঋতুরাজ,
ফাগুন,ফাগুন,ফাগুন,ফাগুন
এই ফাগুনেই আমি নিঃস্ব আজ!!