"আত্মপ্রবন "
চিশতী রাজু আহমেদ ।
মনটা দেখি পাষাণ হয়ে যাচ্ছে দিনকে দিন
ক্রমে শুধু আত্মপ্রবণ হচ্ছি হৃদয়হীন ।
নিজকে লয়ে আজকে যতো আমার ভাবনা তাড়া
পরের ব্যথা তাইতো মোটে দেয়না ভেতর নাড়া !
চলতে পথে দুস্থ কতো পেটের জ্বালায় শেষে
দুইটা টাকা ভিক্ষা চাহে করুণ মিষ্টি হেসে।
পরের ব্যথায় ব্যথী হয়ে যায় না হৃদয় গলে
ওদের দেখে ব্যঙ্গ হেসে পাশ কেটে যাই চলে।
ধনে মানে চাইগো আমিই হতে শ্রেষ্ঠ ধিরাজ
যায় কী আসে আরেক ভালে দেখে দুঃখ বিরাজ।
সবার চোখের জ্যোতি প্রভু দিক না আমার চোখে
আমিই শুধু দেখবো আলো হোক না অন্ধ লোকে!
আমিই শুধু থাকবো বেঁচে যাকগে সবাই মরে !
যন্ত্রণাতে আরেক জনা কাঁদুক ব্যথার ঘোরে ।
অন্য রোগী থাকুক পড়ে সহস্র ক্লেশ পেয়ে পেটের ব্যথা বড় আমার দগ্ধ জনার চেয়ে !
আমিই শুধু মস্ত জ্ঞানী অন্যরা সব গাধা
অহং ভরা চিন্তাধারা মানুষ হবার বাধা ।
আত্মসুখের কামনাটা করছে পশু আমায়
পেয়েও সবি শান্তি খুঁজি অচিন দেশের গাঁয় ।