রাগ করেছে দূরসম্পর্কের ডিভোর্সি এক শালি
ফোন করে খুব ঝারলো আমায়,অভিমান সব ঢালি
খোঁজ-খবর কি রাখেন কিছু?
সম্বন্ধটার ছোটেন পিছু
চারটি সিটের একটি আছে এখনোতো খালি ।
মানুষটা যে বড়ই ভালা
স্বামী-হারার বোঝেন জ্বালা
ধর্মমতে করেন নিকাহ্ তারপরে খান মধু !
জায়েজ মতোই মিথ্যে বলেন !
হেটারদের না ভয়ে টলেন
চাই দুলাভাই হতে এমন প্রেমিক স্বামীর বধূ ।
বলছে শালি কী সব যা তা !
পাচ্ছি না তার আগা-মাথা !
খোঁজটা নিয়ে দেখি আগে কে সে মহান পুরুষ ?
টিভি খুলেই দেখি ওমা !
মিডিয়াতে ফাটছে বোমা
বঙ্গ দেশের রঙ্গ দেখে আসলো ফিরে হুঁশ !