এলিট বলে যাদের নমঃ নমঃ করো
পঞ্চশিলা দেখি তাদের ভিতরেই!
মানুষ বলে যাদের সম্মান দেখাও
তাদেরকেই বলি আমি রক্ত চোষা জোঁক।
না মানুষের জন্য না দেশের জন্য
সুগভীর মমতায় কাঁদে তাদের প্রাণ,
আপনার তরেই তাদের ব্যস্ততা যত
দেশ ও দশ কেবল স্বার্থের হাতিয়ার!
মনুষ্যত্ব খুঁজে পাই তোমাদের ভিতরেই
তোমাদের বুকেতেই শান্তির চাষাবাদ
হে ভাগ্য বঞ্চিত মজলুম জনতা-
তোমরাই হলে প্রকৃত মানুষ,'জননী-জন্মভূমির
সুযোগ্য ওয়ারিশ।
স্যুট-টাইধারীদের ভালবাসা চাই না
নাই বা কুড়ালাম ভূয়সী প্রশংসা
নাই বা হলাম কবি বলে গণ্য
আমার কবিতা কেবল তোমাদেরই জন্য-
হে খেটে-খাওয়া অধিকারহারা নিপীড়িত জনতা।
তোমাদের হৃদয়ে হোক স্থান আমার
কায়ঃমন প্রাণে চাই এই পরিচয় হোক,
আমি তোমাদেরই একজন সহযোদ্ধা
আমি তোমাদের মতোই এক তুচ্ছ লোক।
ভয়ের কাছে যারা মাথা না নোয়ায়
মৃত্যু জেনেও যারা যোগ দেয় মিছিলে
রক্ত দিয়ে যারা স্বাধীনতা কেনে
হাসি মুখে করে যারা পঙ্গুত্ব বরণ
সুন্দর আগামীর প্রত্যাশায়-
আমার কবিতা কেবল তাঁদেরই জন্য।
ক্ষুধার জ্বালা যাদের স্বপ্ন কেড়ে নেয়
বিনিদ্র রাত কাটে কালকের আশায়
চোখের অশ্রু যাদের শুকিয়ে গেছে
প্রার্থনায় তবু যারা রক্ত ঝরায়
আমার কবিতা কেবল তাঁদেরই জন্য।
সরকার আসে সরকার যায়
আশ্বাস-ই শুধু যাদের বেঁচে থাকার সম্বল
সম্পদ কেবল যাদের ঘামে ভেজা দেহ
অনৈতিকতা কোনদিন করে না স্পর্শ
আমার কবিতা কেবল তাঁদেরই জন্য
তাঁদের মাঝেই আমি থাকব বেঁচে।।