হে প্রভু,চাই না কভু শুধু বৈভবী সুখ
আমাকে দাও ভালোবাসার অসুখ।
মননে করো আমায় শুদ্ধতার রুপকার,
মমতার ফুলে গাঁথা মালা -
চির শত্রুরও যেন হয় শ্রেষ্ঠ উপহার।
প্রগাঢ় ভালোবাসায় দিগন্তের মতো হায়
নিত্য প্রসারিত করো এ হৃদয়,
প্রাপ্তির আনন্দ হোক -ব্যথিতের হাসি মুখ
অন্য কিছু নয়।
সততার সুধা ঢেলে দাও চেতনায় -
স্বার্থের অনুভূতি করে দাও লীন,
মা-মাটি ও মানুষের হক আমার হাতে হোক নিরাপদ চিরদিন ।
এ জীবন করো না কারো অভিশাপের ডাস্টবিন,
হে প্রভু,ভালোবাসার অসুখেই আমায় পীড়িত করো নিশিদিন।