যদি দেখো - তোমার মা পড়ে যাচ্ছে গভীর খাদে!
টেনে ধরবে না তাকে?
এ দেশটাও তোমার মা।
আপামর জনগণ - ভাই-বোনের মতোই আত্মীয়পরিজন ।
তোমার মা আজ খাদের কিনারে,
বড্ড অসহায় আত্মীয়পরিজন নীরব দুর্ভিক্ষে!
এক বেলা খেয়ে তিন বেলা আল্লাহরে ডাকে!
দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হচ্ছে গরীবের মোনাজাত।
মাকে ভালোবাসার শপথ করি এসো-
হয়ে যাই একাত্তরের বীর।
পূর্বপুরুষের মতো আরেকবার যুদ্ধ করি এসো মায়ের মুখে হাসি ফোটাতে।
একেলা নয়,সবাইকে নিয়ে একসাথে বাঁচবো।
দেশপ্রেমিক - এসো অর্জন করি শুধু এই একটি সার্টিফিকেট।।