এখনও নীরব কেন কবি?
ফাগুন আসেনি রক্তে?
কত মায়ের কোল হচ্ছে খালি
কত ভায়ের বুকে চলছে গুলি
কত বোনের খুনে রঞ্জিত হচ্ছে রাজপথ!
তবুও তোমার হয়নি সময় ?
এখনও তোমার চেতনায় ফুল-পাখি-প্রকৃতি!
এখনও তোমার আত্মতুষ্টি নারী-নদী নিয়ে
রোমান্টিক পদাবলী রচনায়!
তুমি নাকি নজরুল -সুকান্তের উত্তরসূরী?
এই তুমি কালজয়ী কবি!
মহাকালের প্রতি এই তোমার অঙ্গীকার?
আঘাতেই নাকি কবিতা আসে
তবে আর কত ঝরলে রক্ত
আর কত নিভে গেল প্রাণ
তোমার অন্তর হবে বেদনায় বিক্ষুব্ধ?
তবে কি সভাকবিই রয়ে যাবে চিরদিন?
জনতার কবি হবে না কোনদিন-ই?
আর কতকাল জেগে জেগে ঘুমাবে?
আর কত অন্যায়-অবিচারে নতজানু রবে?
বারুদ ঝরবে না তোমার কলমে?
আর কত রক্ত-নদী হলে পার
তবেই রচিবে তুমি বিদ্রোহের মহাকাব্য?