কিছু কাটে ধারে
কিছু কাটে ভারে।
ধার আছে ভার নাই
ভার আছে ধার নাই
এ দু'টো গুণের অপরিপূর্ণতায়-
ভোঁতা দা'য়ের মতো শুনে যাই জব্দ!
একদিন ধারী হব
একদিন ভারী হব
আপনার প্রতি আছে এ বিশ্বাস।
হৃদয়ে করে দৃঢ় প্রত্যয় চাষ-
দিয়েছি মুছে অভিধান থেকে
সমস্ত নৈরাশ্যবাদ শব্দ।
জীবনের অভিধান অচিরেই হবে -
স্পর্ধা,উদ্দামতায় পূর্ণ।
যেদিন ধারী হব
যেদিন ভারী হব
তোমাদের অবহেলা হয়ে যাবে চূর্ণ।।