এতো আলো চোখে তবু দেখি আঁধার
সুখের মাঝেও বিষাদের অনুভূতি জাগে,
মাথার উপর থেকে সরে গেছে ছায়া
আজ হতে এক যুগ আগে।
দুনিয়া জুড়ে সবাই হয়েছে আপন
নিজেকে তবু আজ বড্ড একা লাগে,
আপনার চেয়েও আপন হারিয়েছি আমি
আজ হতে এক যুগ আগে।
ফুলের সুরভিতেও ভরে না'কো মন
ফুটুক না রকমারি যত ফুল বাগে,
জীবনের সৌরভ'ই শুকিয়ে গেছে
আজ হতে এক যুগ আগে।
প্রাণ'টা জুড়াতে পারিনা'কো আর
বাবা বলে ডাকতে শত অনুরাগে,
দাফন হয়ে গেছে বাবা শব্দ'টা
আজ হতে এক যুগ আগে।
পৃথিবীর মায়া ত্যাগে আমার বাবার
আজ হলো বারো বছর পূর্ণ !
সুখের প্রলেপ যতই বাহিরে মাখি
ভিতরটা ক্ষত-বিক্ষত, চূর্ণ-বিচূর্ণ !