সৃষ্টিতেই স্রষ্টার পরিচয়।
স্রষ্টার চেয়ে কে অধিক খুশি হয়?
পরম আনন্দে স্রষ্টা পাঠিয়েছিলেন এ ভবে -
অনেক বছর আগে আজকের এই শুভ দিনে।
কোল জুড়িয়েছিলো আমার জননীর।
বাবার মুখটাও খুশিতে চকচক করছিলো সেদিন।
অনেক অভিনন্দন পেয়েছিলেন জন্মদাতা আমার।
আজকের এই শুভ দিনে ।
আমি এক আগাছা মাত্র বিপুল এই পৃথিবীর কাছে।
হয়তোবা নেই আমার বিন্দু অবদান -
সুন্দর করে সাজাতে এই ধরণীটা।
সতত দগ্ধ হই নিজের অপারগতার সে বেদনায় ।
তবুও আমি চোখের মণি প্রিয় স্বজনদের কাছে।
বন্ধুদের আড্ডার মধ্যমণি।
স্ত্রীর চোখে আদর্শ সুপুরুষ।
ভরসার জায়গা আমার কলিজার টুকরোদের কাছে।
বছর বছর সবার বিশেষ ভালোবাসায় সিক্ত হই -
আজকের এই শুভ দিনে ।