আজ আমার জন্মদিন।
জন্মের পরেই কেঁদেছিলাম,হেসেছিলো প্রিয়জন !
এ জন্মই আবার স্বজনদের কাঁদাবে একদিন!
এ কোথায় কেন আসলাম,'কিসের তরে?
দু'ঠোঁটের ফাঁকে মৃত্যুকে আপন করে?
কখন যেন ফিরে যেতে হয় এ সুন্দর বসুন্ধরা ছেড়ে!
এমন অনিশ্চয়তার মধ্যেও কতগুলো বসন্ত হয়ে গেল পার!
ফিরে এলো আরেকটি জন্মদিন।
যে শিশুটির পৃথিবী ছিল মায়ের কোল
নিরাপত্তা,খাওয়া-পরা,টয়লেট-হিসু,
গোসল
তারপর,হাঁটি-হাঁটি,পা-পা করে বেড়ে উঠা
চেয়ে-চেয়ে দেখা-এক-এক করে আপন মানুষগুলোর প্রস্থান!
আজ কারো পৃথিবী সেই শিশুটি!
তবে সেই চেনা মুখগুলো বড় বেশি পড়ে মনে এ জন্মদিনে।
যে মায়ের অপত্য স্নেহের আঁচলে
যে প্রতিপালকের অসীম দয়ায় -
পৃথিবীর ফুল-ফল,আলো-বাতাস করে গেলাম উপভোগ,
হাজার জনমেও শোধ হবে না জন্মঋণ
এসব ভাবনা পীড়া দেয় প্রতিটি প্রহর,রাত-দিন
এর মধ্যেই ফিরে আসে আরেকটি জন্মদিন।।