অচল পয়সা
চিশতী রাজু আহমেদ ।
তারিখঃ ০৩/০৯/২০২০ খ্রিঃ  

যাদের  দানে তোমরা  আজি
উঁচু  তলার  মানুষ ,
তারাই আজকে অচল পয়সা
ভাবছো তাদের  ফানুস !

সভ্যতাটা  যায় এগিয়ে
যাদের  দেহের  ঘামে,
করছো  হেলা  ডাকছো  তাদের
কুলি মজুর  নামে ।

তিলে তিলে  করলো যারা
তোমায়  ধনী  সুখী ,  
চিরদিনই  রইলো  পিছে
তারাই  গরীব-দুখী  !

ন্যায্য পাওনা  চাইতে  গেলেই
খাচ্ছে তারা ঝারি,
ভাগ্যটা যে তাদের  সাথেই
করছে  যেন  আড়ি !


শিক্ষা-দীক্ষায়  জ্ঞানে-গুণে
হচ্ছো অনেক বড়ো ,
ভালবেসে  একটু না হয়
তাদের  সম্মান করো ।