বাঙালিরা পরের'তো নয়, নিজের কথাই ভাবে
বিশ্ব-মাঝে এমন জাতি আর কোথাও না পাবে।
সত্য নয় এ কথাগুলো
যে বলে তার মনে ধুলো,
ভাঙবে সবার ভুলগুলো ,' আজ প্রমাণ হয়ে যাবে।
স্বেচ্ছাসেবী ললনা জিগায় পথচারীকে ধরে
মাস্ক ছাড়া কেন বাইরে এলেন আইন ভঙ্গ করে?
খুব জরুরী মাস্কটা মুখের
চিন্তা যদি করেন সুখের,
সুস্থ রবেন তবেই দুখের ,' আঁধার যাবে সরে।
পথচারী ভাই বললো নিজের চিন্তা করুন আজ
ওড়না ছাড়াই চলেন ফিরেন একটুও নাই লাজ?
ওড়না বুকে দরকার অতি
মাস্ক না পড়লে নিজের ক্ষতি,
ওড়না বিনে নেই যে গতি ,' নষ্ট হচ্ছে সমাজ ।