তুমি কি আগের মতোই দাও আজ'ও ধোঁকা?
তোমার ফাঁদে পড়ে এখনো কি হয় কেউ বোকা?
রাত জাগা পাখি হবে- এ মন ভাঙা পাপে
কবি হয়েছো তাই -আমার দেয়া সে অভিশাপে।
বিরহ কী ? তোমার কাছেই হয়েছিল শেখা !
রেজিস্ট্রি চিঠিতে -এ বাক্য ক'টিই ছিল শুধু লেখা।