একদিন খুব সকালে
ফুটেছিলো টকটকে লাল এক গোলাপ ফুল
সেইতো হয়েছিলো
তার জীবনের সবচেয়ে মস্ত ভুল
চোখ মেলে দেখলো সে জীবন রঙ্গিন
ভাবলো সে হবে না কভু সঙ্গিহীন
দেখলো না শুধু সে জীবনের আঁধার গহীন
শিশিরের সোহাগ আর রোদের আদোর
লাগলো তার ভালো
হঠাৎ এক ভ্রমর এসে সব
করলো যে এলোমেলো
বেলা শেষে পেলো সে যে ব্যর্থ জীবন
তার দু:খে কাঁদলো নীল আসমান
পারলো না রুখতে সে জীবন দিয়েও নষ্ট কীটের আগমন