তবু কিছু কথা থেকে যায়,
সব কথাতো হয়না বলা
সকাল সন্ধ্যা সারাবেলা
হাজার কথার অন্তরালে
নানান কাজে নানান ছলে
সেই কথাটাই বাদ পড়ে যায়।।
অনেক কিছুই যে হয়না দেখা,
মিষ্টি হাসি, অপূর্ব চোখ
শান্ত দৃষ্টি, সুন্দর মুখ
উড়ু উড়ু চুলে বাতাসের খেলা
দেখলেও কারো চঞ্চল চলা
অনেক কিছুই রয়ে যায় অদেখা।।
অনেক রাগিনী রয়ে যায় অচেনা,
পাখির কাকলী, ভ্রোমরের গান
উদাসী নদীর ঐ কলতান
বাউল কন্ঠে বৈরাগী সুর
হতে পারে ভারি সুমধুর
তবু কিছু সুর রয়ে যায় না শোনা।।
তবু কিছু স্মৃতি থেকে যায়,
শৈশবের সেই মায়ের কোল
দিদির রঙিন শাড়ীর আঁচল
কৈশরের কিছু চপলতা
দুষ্টু একটা মিষ্টি মেয়ের কথা
তবু অনেক স্মৃতি হারিয়ে যায়।।