তোমার দুই নয়ন,
যেন সারাক্ষণ সাগরের সাথে
নির্বাক আলাপন।
নেইকো কাজল তাতে,
রাতের আঁধার রয়েছে তবু
কালো ঐ মনিটাতে।
পাঁপড়ি যখন ম্যালো,
ঝলমল করে নয়নের মাঝে
ভালোবাসার আলো।
স্নিগ্ধ তোমার আখিঁ,
সেই অপরূপ রূপ দেখে হয়
দিশেহারা কতো পাখি।
তোমার চোখের জল,
ঝিনুকের বুকে মুক্তো যেমন
করে উঠে ঝলমল।
অবাক করলে তুমি,
যেখানে জলের আহবান
তুমি বলো তারে মরুভূমি।