তুমি কি কখনও তোমার বিশ্বাসের পর্দা সরিয়ে
কখনও ব্রাহ্মণের ঘরে উঁকি মেরেছো গীতার উদ্দেশ্যে?
অথবা পিটার স্যারের ক্রুসেড আঁকা ড্রইং-রুমে
বসে হঠাৎ “ল্যাজারেসের” গল্প পড়ে মুগ্ধ হয়েছো?
জীর্ণশীর্ণ, ক্ষয়ে যাওয়া এক বাইবেলের পাতা উল্টিয়ে!
যদি তুমি এমনটি হয়ে কুকুরছানার মতো শুঁকে, শুঁকে
রহস্যের স্রোতে পাল তুলতে চাও, তবে তুমি বুড়িয়ে যাবে
তাড়াতাড়ি, ওদিকে জীবনের প্রবাহে মানুষের সময় যে বড়ই অপ্রতুল হে অপ্রমাদ! শুভক্ষণে যখন এলে তবে একটি
মাত্র বড়ি লিখেদিলাম আমার দাতব্য চিকিৎসালয়ের
প্রেস্ক্রিপশানে। বড়ি নয়, তবে এটি একটি অসাধারণ বই।
যেটি তোমার জীবন পালটিয়ে দেবে আমি নিশ্চিত।
২৬০০ বছর আগে পাঁচহাজার অক্ষরে চীন দেশের
লাওৎ-জুর লেখা একাশিটি অধ্যায়ের “তাও তে চিং”
এখনই পড়ে নাও বসে বসে, এই ক্ষুদে জীবন ফুরিয়ে যাওয়ার আগেই।