তোমার হাতে হাত রেখেই আমি
শুনেছি হৃদয়ের কথা।
হাজার রাত্রির একাকী কথন
আর ভুলেছি সকল ব্যাথা।
আজ হৃদয় জুড়ে সূর্য উঠে,
আজ প্রাণের হাসি উথলে উঠে,
আজ তোমার সাথে আমার হবে
চির হৃদয়ের কথন।  
চলো হৃদয়ের কথা শুনি তবে আজ
গড়ি তবে অমর বাঁধন।