তোমার আমার শেষ দেখা
যখন হবে আবার।
শুঁড়িখানার চাঁদের আলোয়
বসবো দুজন একা।
হবে কথা যথারীতি
প্রথম দেখার মতো।
তবে, এবার হবে শরাব হাতে
শেষের ইতিকথা।
গিটার হাতে বাজবে তখন
অন্তরালের সুর।
নীরবতার উন্মাদনায়
প্রেমের সমুদ্দুর।