তোমাকেও ছেড়ে যেতে হবে,
হে ছায়া বৃক্ষ,
অবশেষে।
তুচ্ছ এক দুঃখ
গোছাতে গিয়ে
আবার দেখা হবে
নিজের সাথে নতুন করে।
অথচ পেছনে ফিরলেই দেখি,
বাবা, মা, সবাই
সিনেমা রিলের উলটো দিকেই হাঁটছে।
আর এই আমি বসে আছি
গিটার হাতে,
নতুন কোন ছায়ার সাথে
সুর মেলাবো, নতুন করে।