জলে ডুবে মৃত্যু
অথবা
ফুটবলার হওয়ার পথে
হঠাৎ
অন্তরায়, হাতপা ছড়িয়ে
হাসপাতালে
রাতের পরে রাত একই স্বপ্নে
মগ্নতা
তারপর ঘরে ফিরে অবাস্তবজীবনের
ব্যাপ্তি
তুমি, আমি, ফুলদানি, ঘরসংসার
কতকিছু
এখন যখন প্রতিসন্ধিচিন্তার মগ্নতায়
উৎসর্গিত
জীবন, ঝকঝকে তকতকে রূপোর মতন
অন্তরদৃষ্টিতে হীরের টুকরোর ঝলকানি
তবুও
তবুও
তবুও
সেই অতিপ্রাচীন প্রেম জেগে ওঠে
নিবু নিবু আলোয়
মনের আতশিকাঁচে ভরে উঠে জীবন
ওহো সুখ,
ওহো সুখ,
ওহো ওহো
তবুও
তবুও
তবুও
...
...
অনন্ত
অনন্তকাল
............
...............।