'তাও' একটি জলাধারের মতন
ব্যবহৃত কিন্তু কখনও নিঃশেষিত নয়।
এটা শাশ্বত শূন্যস্থানের মতন
যেটি পূর্ণ থাকে অসীম সম্ভাবনায়।
এটা অপ্রকাশিত কিন্তু সর্বদায় উপস্থিত
এটি ঈশ্বরের চেয়েও আদিম।


'তাও' কোন পক্ষ অবলম্বন করে না;
এটি ভালো ও মন্দ দুইয়েরই জন্মদাতা।
গুরু কখনও পক্ষ অবলম্বন করেন না;
তিনি পুণ্যবান ও পাপী সবাইকে স্বাগত জানান।
'তাও' একটি হাপরের মতন;
শূন্য কিন্তু অফুরন্ত সম্ভাবনায় ভরপুর।
যতই তুমি ব্যবহার করবে, ততোই সে উৎপাদন করবে;
আর যতোই তুমি তার সম্বন্ধে বলবে, ততোই সে অজানা থেকে যাবে।
কেন্দ্রকে আঁকড়ে ধরো।


'তাও'-কে বলা যেতে পারে মহান জন্মদাত্রী;
শূন্য কিন্তু অনিঃশেষনীয়,
এটিই অসংখ্য জগতের জন্মদাতা।
এটি তোমার মাঝে সবসময় উপস্থিত।
তুমি চাইলে তাকে যে কোন ভাবেই ব্যবহার করতে পারো।