৪
'তাও' একটি জলাধারের মতন
ব্যবহৃত কিন্তু কখনও নিঃশেষিত নয়।
এটা শাশ্বত শূন্যস্থানের মতন
যেটি পূর্ণ থাকে অসীম সম্ভাবনায়।
এটা অপ্রকাশিত কিন্তু সর্বদায় উপস্থিত
এটি ঈশ্বরের চেয়েও আদিম।
৫
'তাও' কোন পক্ষ অবলম্বন করে না;
এটি ভালো ও মন্দ দুইয়েরই জন্মদাতা।
গুরু কখনও পক্ষ অবলম্বন করেন না;
তিনি পুণ্যবান ও পাপী সবাইকে স্বাগত জানান।
'তাও' একটি হাপরের মতন;
শূন্য কিন্তু অফুরন্ত সম্ভাবনায় ভরপুর।
যতই তুমি ব্যবহার করবে, ততোই সে উৎপাদন করবে;
আর যতোই তুমি তার সম্বন্ধে বলবে, ততোই সে অজানা থেকে যাবে।
কেন্দ্রকে আঁকড়ে ধরো।
৬
'তাও'-কে বলা যেতে পারে মহান জন্মদাত্রী;
শূন্য কিন্তু অনিঃশেষনীয়,
এটিই অসংখ্য জগতের জন্মদাতা।
এটি তোমার মাঝে সবসময় উপস্থিত।
তুমি চাইলে তাকে যে কোন ভাবেই ব্যবহার করতে পারো।