দেখ কিন্তু চিরকালই অদেখা থেকে যাবে।
শোনো কিন্তু চিরকালই অশ্রুত থেকে যাবে।
কাছকাছি পৌঁছাও তবুও অধরাই থেকে যাবে।
ঊর্ধ্বে গিয়েও দেখবে সেটি উজ্জল নয়,
আবার নিম্নে পৌঁছেও দেখবে সেটি গাড় নয়।
নিরবিচ্ছিন্ন অথচ নামহীন,
যেটি ফিরে যেতে বাধ্য শূন্যতার রাজ্যে।
যে কাঠামোতে লুকিয়ে থাকে সব কাঠামো।
অবয়ববিহীন অবয়ব,
সূক্ষ্ম অথচ সকল ধারণার ঊর্ধ্বে যার বসবাস।
কাছাকাছি আসলেও যার কোন প্রারম্ভ খুঁজে পাওয়া মুশকিল;
আবার অনুসরণ করলেও যার কোন অন্ত মেলাও ভার।
তুমি কক্ষনও এটা জানতে পারবে না,
কিন্তু চাইলে তুমি সেটার রূপ ধারণ করতে পারো কেবল,
সহজভাবে তোমার দৈনন্দিন কর্মকাণ্ডে।
শুধু বুঝতে শিখো কোথা থেকে তোমার উৎপত্তি
এবং এটিই হচ্ছে জ্ঞান অর্জনের সারমর্ম।