সফলতা বিফলতার মতই বিপজ্জনক।
আশাও ভীতির মতোই ফাঁপা।
কেন সফলতা বিফলতার মতোই বিপজ্জনক?
কারণ তুমি যখন সিঁড়ি বেয়ে ওঠো অথবা নামো,
তোমার অবস্থান নড়বড়ে হতে বাধ্য।
কিন্তু যখন তুমি দুপায়ের ওপর ভর করে ভূমিতে অবস্থান করতে শিখ,
তখন তুমি অনায়েশে ভারসাম্য রক্ষা করতে পারো।
কেনই বা আশা ভীতির মতোই ফাঁপা?
কারণ আশা ও ভীতি দুটোই অপচ্ছায়া ছাড়া আর কিচ্ছু নয়,
যাদের উৎপত্তি ঘটে একমাত্র 'আমিত্ম' থেকে।
কিন্তু যখন আমরা 'আত্মাকে' আর 'আত্মা' বলে বিবেচনা করি না,
তখন আমাদের ভয়েরও কিছু থাকে না।
বরং জগতকেই দেখো নিজ আত্মার মতো করে।
দৃঢ় আস্থা রাখো চলমান জগতে।
আর যখন তুমি জগতকে উপলব্ধি করো নিজ আত্মার মতো করে,
তখন তুমি সব কিছুর যত্নও নিতে পারো প্রকৃতির মতো করে।