মরতেই তো পারতাম আগেভাগে
মরিনি যখন, তবে বেঁচে থাকি বৃক্ষ হয়ে।
তোমার কথারও মানে বুঝলাম এই সায়াহ্নে
ফুল ফোটে কেবল ভ্যানগগের উৎসাহে,
মনের ভিতর ভেসে ওঠে একরাশ শুকনো ডালিয়া
তবুও এতো আশা জাগায় কেন জীবন নিয়ে,এতোটা!  
জানিনা এটা কি স্রেফ কর্মফলের প্রতিচ্ছবি
নাকি আজন্ম সুন্দর হয়ে বেঁচে থাকার অগ্রিম বার্তা!


২০শে এপ্রিল, ২০১৭