তার নাকটি ছিল চোখা
কথায় কথায় শুধু যৌনতা,
আবার চোখে-মুখে ভাঁড়ামি
এখন বলে সে ইসলামীস্ট।
আরও বলে ‘শিয়াদের ধ্বংস চাই,
আবার হেসে বলে ইয়াজিদি মেয়ে
যদি একটি পেতাম হা হা হা...।‘
তবে আমি নিশ্চিত সেই চোখা নাকের
ভুলে যাওয়া মানুষটিই শয়তানের আসল মন্ত্রী।