আমি সারাজনম তোমার দিকেই ঝুঁকি
আকাশের নিঃসঙ্গ শেষ তারকার মতন।
সকল সূর্যের ধ্বংসের পরেও রয়ে যাবে কিছু স্মৃতি
যখন তারারাও এক হয় তোমার আর আমার মতন,
সকল আশার সমাপ্তির পর
গাঙচিল যখন উড়ে যায় সীমান্তে!


৮ই আগস্ট, ’১৭