আর কতো পথ বাকী এই জীবনের?
আর কতো নব দুঃখের ভনিতা?
জীবন যদি স্রেফ বাতাসী হতো
শুরু থেকে শেষ পর্যন্ত আপাদমস্তক।
মৌমাছির উচ্ছলতায় স্রেফ এক জীবন,
ফুলের রঙ আর সৌরভ অটুট রেখে
উড়ে বেড়াতাম নিলাভ নাট্যমঞ্চে,
গ্রামার বিহীন সুখ অথবা দুঃখ
সবিই মিলত দিনের অবসরে।