আমি এখনও শূন্যের কোটায় আছি,
মুনাফার সূচকে একেবারেই নিঃস্ব।
আশার নিরিখে আমি নিষ্প্রভ,
তবুও কাকের মতন বাসা বুনে যাচ্ছি, এদিক সেদিক
যদি কখনও ভাগ্যের চাকা ঘুরে যায়,
সে কথা জানে শুধু অন্তরাত্মা।
পাগলা ঘোড়ার জৈবিক গতিতে
আর কতকাল উদ্বিগ্ন থাকবো, জানিনা।