শুক্রবারে সোফায় হেলান দিয়ে
জানালায় চোখ রাখাটাই ছিল নিয়ম।
এখন সবিই উধাও হয়ে গেছে
দৃশ্যপট থেকে সেই কবে।  
এক দশক, দু'দশক, তারপর
বিন্দু বিন্দু করে ড্রয়িং-রুমের
সকল স্মৃতিই হাওয়া।
নৈরাজ্য যখন দাপিয়ে বেড়ায়
মানুষের রন্ধ্রে রন্ধ্রে,
তখন ঠুনকো পারিবারিক বন্ধনও কী
রেহায় পায় হায়েনার ক্ষুধা থেকে।