স্বপ্ন ভেঙ্গে গেছে
হৃদয়ের ছায়া
ছেড়ে গেছে।

তৃষ্ণা ক্ষয়ে গেছে
নশ্বর দেহটাকে
ছেড়ে গেছে।

অমূল্য এই মনটা আমার
ভেঙ্গে গেলে কি আর
ছোঁয়া যাবে?


৩০শে আগস্ট, ২০২১