আমার আমার, বলতে বলতে,
যে নারী সীমাহীন দুঃখ নিয়ে বেড়ায়।
তার আঁচলে নারীসুলভ গন্ধের সুখ
কবে যে হারিয়ে গেছে,
সে নিজেও জানে না।
কিন্তু আমি সেই সুখ খুঁজে পেয়েছি,
কোন এক তারকারাজির রহস্যময়
আলোকরশ্মির ভিতর।
মাঝে মাঝে, সন্ধ্যা নামার অনেক পরে
সেই নারীর হঠাৎ উদয় ঘটে,
ভিন্ন ভিন্ন অজুহাতে, ভিন্ন ভিন্ন অভিযোগের সুরে;
বলা বাহুল্য বাতাসও ভারী হয়ে ওঠে,
তার কটকটে বডি-লোশনের গন্ধে।
সে আমাকে প্রশ্ন করে,
'তুমি এখন কোন ভাবনায় মগ্ন?
আমার নিরবতায়, সে যে উত্তর খুঁজে পায়,
তাও অনুভব করি আমি অদৃশ্য পরচিত্ত-বিজানন জ্ঞানে।
"সে ধরে নেই, অন্যকোন নারীর উপস্থিতির কথা,
অথচ আমি তখন মগ্ন তারকারাজির রহস্যময় উন্মাদনায়।