আকাশটা যতো খোলা, মানুষের ভিতরটা ততোই দুর্গম।
মানুষ সভ্যতার কথা বলে, অথচ অসভ্যতাটা লুকিয়ে
রাখে যতো আইনি জটিলতায়।
ওদিকে নারী স্বাধীনতার তীক্ষ্ণ চিৎকারে যখন খণ্ড খণ্ডবিখণ্ড
হয়ে পড়ছে নারী পুরুষের অবিচ্ছিন্ন মহাদেশ।
তখন স্ত্রী গণ নারী মুক্তির টিকিট কেনে, স্বামী দের পকেট কেটে।
তারা শরিয়া আইনের প্রশ্ন তুলে কেবল কা বীন-নামার টাকার লোভে,
আবার সন্তানের জামিনদার হতে আবার ফিরে যায়, রোমান আইনের
জটিলতায়।  
ইসলাম ও রোমান আইন, দুই পরস্পর বিরোধী সভ্যতার
বেড়াজালে আজ আটকে গেছে পুরো সমাজ।
আসলে এ জাতীয় প্রাণী দের কোন কিছুতেই বিশ্বাস নেই,
শুধু মুনাফা টা বাদে।
যেন খোলা আকাশ টার নিচে চলছে, কেবল টাকার খেলা,
অথচ এতো কিছু না করে, হাত পা গুটিয়ে রাখলে ও
মন্দ হতো না, মানুষের এই ছয়-সাত দশকের জীবন টার।