হৃদয়ের পলি যেখানে বিস্তৃত হয়
সেই গৌরনদী,
যেন জন্মান্তরের স্মৃতি-বিজড়িত মাটির ধ্রুপদী।
আলোআঁধারির বিভেদ ভুলে
কেবল মাটির গন্ধ শুঁকে শুঁকে,
যেখানে কাটে দিনরাত্রি-
সেই গৌরনদী।
তুমি ডাকো, নাই বা ডাকো
আমি ঠিক পৌঁছে যাবো-
ছায়ার মতো।
সেই সাদাকালো চলচিত্রের
ক্লাসিক্যাল গৌরনদী।