বাস্তবতা হচ্ছে আমি ধীরে ধীরে
পুড়ে যাওয়া রুটিতে রুপান্তরিত হচ্ছি,
আমার বাটারজাত সামগ্রীগুলো
উপচে পড়ছে এক আকস্মিক উন্মাদনায়,
বড় রাস্তার প্রান্তে দেখা
মুরগী ঝলসানোর প্রক্রিয়ার ন্যায়।
আমাকে তুমি চন্দনকাঠের
অগ্নিময়তায় উৎসর্গ করো না,
বরং দাহ হতে দাও তামাকের নেশায়
যেখানে কামনার ধ্বংস অনিবার্য।