বৃক্ষ চিরকাল রাজনীতি বিমুখ,
তাই সে মাথা উঁচু করে দাঁড়ায়
মানব সৃষ্ট সকল অনাচারের মাঝে।
একপাশে নদী যখন বইতে শুরু করে
অন্য পাশটিকে আরও শক্ত করে
আঁকড়ে ধরাটায় হচ্ছে, বৃক্ষের
একমাত্র পতিক্রিয়া।
আর মানুষ হচ্ছে জাত পলিটিশিয়ান,
যদিও বৃক্ষ সদৃশ মানবকুল
এখনও পৃথিবীতে বর্তমান।
তাই শত সমালোচনার মাঝেও
সে আঁকড়ে ধরে কেবল
মনের সৌন্দর্যটাকে।
তারপরেও পলিটিক্সের মরণ কামড়
যেন থামবার নয় ।