পৃথিবী বদলাবে
আমি কাঁদবো
তুমি রয়ে যাবে চিরকাল আমার ভেতর

স্মৃতির জানালায় উঁকি মারা ব্যথা
আজ আরও স্পষ্ট প্রিয়তমা
মনে হয় আলোরগতিতে আবর্তিত হয় দুঃখ সমস্ত জীবনের ভেতর  

অথচ সময় বদলায়
শুধু আমিই পড়ি সময়ের পেছনে
আটকে থাকা হা-হুতাশের ট্র্যাফিক জ্যামের ভেতর

তুমি এখন তিলোত্তমা
হারিয়ে যাওয়া ক্লাসিক্যাল রাজধানী আমার দৃষ্টিতে
উপেক্ষিত রয়ে যাবে চিরকাল আমার আধুনিক প্রেম সভ্যতার ভেতর

পৃথিবী বদলাবে
আমি কাঁদবো
তুমি রয়ে যাবে চিরকাল আমার ভেতর


২২শে নভেম্বর, ২০১৫