প্রাণ আর প্রাণহীনতার একটা সময়
উৎরিয়ে যাচ্ছি অকপটে
পেছনে ফিরলেই সুবিন্যাস্ত ক্যানভাস
অবলীলায় হারিয়ে যেতে ইচ্ছে করে
ইতিহাসের ভিতর।
কিন্তু জৈবিক ঘোড়াটার একমাত্র
উদ্দেশ্য কেবল এগিয়ে যাওয়া
মারিয়ে যেতে যেতে
কুপোকাত হওয়া
শাশ্বত স্বপ্নের ভিতর।