লুজিয়ান, চারিদিকে নেকড়ের দলের হাহাকার
লুজিয়ান, ভর দুপুরে আমার আকাশে বিশাল এক চাঁদ;
লুজিয়ান, কাকেদের আত্মচিৎকারে ছেয়ে গেছে আমার পরাবাস্তব সন্ধ্যা,
লুজিয়ান, পৃথিবীর সব মহাদেশ এখন স্বয়ং আমার মস্তিষ্ক।
লুজিয়ান, এলোপাথাড়ি গুলির শব্দে বুক ভেসে যায় রক্ত স্রোতে,
লুজিয়ান, সকালের নাস্তায় রাতের ঘুম নেমে আসে একদম,
লুজিয়ান, রাতের স্বপ্নটা জেগে ওঠে টেলিভিশনের পর্দায়!
লুজিয়ান আমি কি তোমার ছায়দানির ছায়ের সমতুল্য!?
শুধু মানুষ হয়ে জন্মালাম এই বেশ।
তারপর থেকে শব্দরা নির্বাক...
তারপর থেকে আত্মারাও অবাক...
আমি সবাক, নির্বাক, অবাক তরুরাজি...
এসব মনের কারসাজি...
বোঝো তো কেবল মনের কারসাজি...
২৩শে মার্চ, ২০১৭