আমি খশখশে, পাথুরে
রোদ্দুরহীন দুপুরের
স্যাঁতসেঁতে জিন্সপ্যান্ট!
আমি নিরাসক্ত, তৃপ্ত
বারান্দায় দাঁড়ানো
উদাসী কুকুর ছানা!
আমি চির-অপমানিত
হৃদয় জুড়ে আমার
সত্যের দূর্বাঘাস।
আমি পরিচয়হীন বাউলা
রবাহুত অতিবৃদ্ধ-কুকুর
ঝাঁটার আঘাতেও আনন্দিত।।