মুহূর্তের অপেক্ষায় আছি গোলকের ভিতর
হৃদপিণ্ডে বেজে চলছে টিকটিক করে
রহস্যময়তার ঘড়ির কাঁটা!


পিয়ানোর সুর বেজে চলছে মাথার ভিতর
ইন্দো-ইউরোপীয় ইতিহাসের অভয়ারণ্যে
সিনকোপেটেড নোটে সাঁটা।


২রা ডিসেম্বর ২০১৬