অপ্রয়োজনীয় হয়ে উঠছি সর্বত্র
একধরনের মনুষ্যজাত ব্যাকটেরিয়া!
তবুও আকাশ দেখি অতি উৎসাহে
স্রোতধারা দেখে কাতর হয়ে উঠি
জলের দেহে মিশে পড়বো বলে।
ছায়দানি থেকে বন্ধুদের উদ্ধার করি
যারা এই মরার যৌবন দেখেছে
উন্মাদনাও দেখেছে মূর্তি হয়ে।
জীবন হাসে, আমিও হাসি
বাতাসের সুরে, তালে, লয়ে।
আমি জীবনকে বলি, “আমি
“আমি” ভুলে গেছি”, জীবন
এবার হাসে সময়ের তালে
আমি আবার বলি,“দেহও ভুলে গেছি
বহুবছর আগে”, শুনে জীবন মদ্যপ
হয়ে হাসে... হা হা হা হা ...।
আমার চোখে জল গড়ায় না
শুকনো হৃদয়ে জলের বড়ই অভাব
কাঁদতে গেলেও কান্না আসে না
একথা বুঝতে পেরে জীবন এবার
মুখ ঘুরিয়ে রাখে। আমি সইতে
না পেরে আয়নার কাছে ছুটে যাই
‘জীবনকে দেখবো বলে’-
আহ, বলিরেখার নদীতে কতোই না সুখ!
২২শে নভেম্বর, ২০১৬