চাঁটগাই ফিরে বুঝলাম মানুষ কতোটা অসহায়
এখানে মানুষ কথা বলে টাকার ছন্দে
প্রশংসা ছুঁড়ে পদন্নোতির লোভে
গান করে মুনাফার টাকায়
শিল্পী বনে শিল্প ধ্বংসের নেশায়
প্রকৃত শিল্পীর কথা কেউ আনে না
আনবে কেন?
শহর যে এখন পুঁজিপতিদের বৃন্দাবন
যেখানে অবাধে ঘুরে বেড়ায় রামগরুদের ছানা
তাই হাসতে মানা সমালোচক ভৃত্যদের  
তারাও সোনার দাঁত লাগিয়ে সহযাত্রী হয়ে বসে পড়ে
তামাকের পাজেরোতে, অথবা কাঁচের হেলিকপ্টারে!
এখানে মানুষ টাকা বানিয়ে কবি হওয়ার স্বপ্ন দ্যাখে
তাই কবিতা পালিয়ে বেড়ায় শহরের আনাচে কানাচে
গ্রামের পথে যখন পা বাড়ায় একরাশ শূন্যতা নিয়ে
তখন মনে হয় কিছু একটা লিখবো হাওয়ার তালে তালে
পত্রিকার পাতায় না উঠুক তবে ক্ষতিকর হবে না অন্তত।



২০শে নভেম্বর, ২০১৬